31044

ইসলামী বিশ্ববিদ্যালয়: অকল্পনীয় দুর্ভোগে অভাবনীয় সাড়া ত্রাণ সহায়তায়

ইসলামী বিশ্ববিদ্যালয়: অকল্পনীয় দুর্ভোগে অভাবনীয় সাড়া ত্রাণ সহায়তায়

2024-08-28 23:03:23

দেশের উত্তর ও পূর্ব অঞ্চলের প্রবল বন্যায় বিধ্বস্ত সহস্রাধিক পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত আড়াই টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুইটি যানবাহন "প্রান্তিক" ও "বিজয় একাত্তর" এ যাত্রা করেন তারা।

জানা গেছে, যানবাহন দুটি নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় এসব ত্রাণ সামগ্রী প্রদান করবে। এসময় তারা প্রায় ৭ লক্ষ ৬০ হাজার টাকা সমমূল্যের সামগ্রী নিয়ে বের হন বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছেন।

তারা ঝিনাইদহ ও কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন গ্রাম ও মসজিদ থেকে বন্যার্ত মানুষের জন্য অর্থ সংগ্রহ করেন।

পরবর্তীতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১১৬ নং কক্ষে প্যাকিজিং কাজ আরম্ভ করেন শিক্ষার্থীরা। এছাড়া বন্যার পানি নেমে যাওয়ার পর বানভাসি মানুষের পুণর্বাসনের কাজেও সহযোগিতা করার পরিকল্পনা করছেন ইবি শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের শিক্ষার্থীরা বিগত কয়েকদিন ধরে দিনরাত পরিশ্রম করে আসছে। তারা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গা থেকে বন্যার্ত মানুষের সাহায্যের জন্য ফান্ড কালেকশন করেছে। এছাড়া স্থানীয় এলাকার মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে সহযোগিতা পাঠিয়েছেন। বানভাসি মানুষের পুণর্বাসনের জন্যেও আমরা আমাদের জায়গা থেকে যথাযথ চেষ্টা করবো।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]