31050

চুরি করে ধরা পড়ে নাচলো চোর, ভিডিও ভাইরাল!

চুরি করে ধরা পড়ে নাচলো চোর, ভিডিও ভাইরাল!

2024-08-29 19:37:33

এতোদিন দেখা যেতো চোর কিংবা ডাকাত ধরা পড়লে স্থানীয়রা বেদম পিটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতো। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পাল্টে গেছে এই চিত্র, দেখা মিলছে একটি ব্যতিক্রমধর্মী শাস্তি। শাস্তি অনুযায়ী কিছু উত্তম মাধ্যম দিয়ে বাংলা ও হিন্দি গানের সাথে তাল মিলিয়ে নাচানো হচ্ছে অপরাধীদের। তারপর হয় ছেড়ে দেয়া হচ্ছে, নয়তো তুলে দেয়া হচ্ছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে।

ঠিক এমনটাই দৃশ্য এবার দেখা মিলল বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) হোস্টেলে। বিশ্ববিদ্যালয়টির ৩ নম্বর হোস্টেলে চুরি করতে এসে ধরা পড়েন দু'জন চোর। এরপর হোস্টেলের শিক্ষার্থীরা বিভিন্ন গানের সাথে নাচিয়েছেন তাদের। নাচের সেই ভিডিওটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, দুষ্টু কোকিলসহ বিভিন্ন বাংলা গানের তালে নাচছে দু'জন চোর। আবার তাদেরকে ঘিরে কয়েকজন তাদের নাচের ভিডিও করতেও দেখা যায়। এদিকে ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে "অবশেষে দুষ্টু কোকিলের দেখা হোস্টেল- ৩ এ"।

ইতিমধ্যেই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। অনেকেই আবার এই ভিডিওটি নিজেদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। এদিকে কমেন্ট সেকশনেও নানা মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। কমেন্টে একজন লিখেছেন, "নেক্সট কনভোকেশনে ওদের এপয়েন্টমেন্ট বুকিং করে রাখতে হবে। ওরা জানে রিহার্সেল করতে হলে চুরির বিকল্প নেই তাই এসেছিল।" অপর একজন লিখেছেন, "কালো শার্ট পড়া চোরটা নাচার জন্যই চুরি করতে আসছিলো মনে হয়"

জানা যায়, বুধবার রাতে বাড্ডার সাঁতারকুল এলাকায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর হোস্টেলে দু'জন চোর ঢুকে পড়ার সময় স্থানীয় একজন তাদের দেখতে পান। এসময় স্থানীয় ঐ ব্যক্তির চোর সন্দেহ হলে শিক্ষার্থীদের বিষয়টি জানানো হয়। এসময় শিক্ষার্থীরা দু'জন চোরকে আটক করেন। পরে শিক্ষার্থীরা তাদের দুষ্টু কোকিলসহ বিভিন্ন গানের সাথে তাল মিলিয়ে নাচিয়ে ছেড়ে দেন। আটক একজনের নাম শাহ আলম এবং অন্যজনের নাম জানা যায়নি। তাদের দু'জনেরই বাড়ি কক্সবাজার জেলায়।

 

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]