31059

ইবিতে ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে শিক্ষার্থীর একক অবস্থান কর্মসূচি

ইবিতে ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে শিক্ষার্থীর একক অবস্থান কর্মসূচি

2024-08-31 08:18:32

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস পরিক্ষা ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিকুল আজম আকাশ।

শুক্রবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অচলাবস্থা নিরসন ও ভিসি নিয়োগের মাধ্যমে দ্রুত ক্লাস পরীক্ষা চালুর দাবিতে রাত ৮ টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় তিনি পোস্টারের মাধ্যমে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। পোস্টারে লেখা ছিল ‘বন্ধ ক্যাম্পাস খুলে দাও, সেশনজট রুখে দাও’, ‘আমি আদুভাই হতে চাইনা’, ‘প্রশাসনের নামে প্রহসন চাইনা’, ‘ক্লাস কেনো বন্ধ? ’, ‘অতিশীঘ্র ক্লাস পরীক্ষা চাই, দ্রুত ক্লাস পরীক্ষা চালু চাই’।

এসময় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আকাশ বলেন, আমাদের আজকের কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো দ্রুত ক্লাস চালু করা এবং পাশাপাশি পরীক্ষা শুরু করা। ক্লাস-পরীক্ষা চালু না হলে আমরা একটি অনাকাঙ্ক্ষিত সেশনজটে পতিত হবো। আমরা এখানে থেকে আদুভাই হতে আসিনি। কিছুদিন আগে করোনা মহামারির জন্য আমরা অলরেডি পিছিয়ে গেছি একাডেমিক দিক দিয়ে৷ তারপর বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুর কারণে বার বার ক্লাস-পরীক্ষা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এতে আমরা আমাদের একাডেমিক যেই লক্ষ্য, সেটি থেকে দূরে সরে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন করেছি। এখন আমরা এই স্বাধীনতার মান রাখতে পারবো না, যদিনা শিক্ষার্থীদের আবার একাডেমিক কার্যক্রমে ফিরিয়ে না নেয়া যায়। শিক্ষার্থীরাই জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ড ই যদি সোজা না থাকে তাহলে একটি দেশ মাথা উঁচু করে দাঁড়ায় দাঁড়াতে পারবে না।

শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের কাছে আমাদের আহ্বান থাকবে নিজেদের দায়িত্বের জায়গা থেকে যেনো ক্লাস-পরীক্ষা চালু করে দেন। শুধু ভিসি নামক কাঠামো তন্ত্রের উপর ভরসা না করে নিজেদের দায়িত্বশীলতার জায়গা থেকে যেনো এগিয়ে আসে এই প্রত্যাশা আমাদের।



সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]