31084

শাহবাগে 'জাস্টিস ফর জুলাই' সভা

শাহবাগে 'জাস্টিস ফর জুলাই' সভা

2024-09-06 23:00:23

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে বিচার দাবিতে সমাবেশ করেছে নবগঠিত ‘জাস্টিস ফর জুলাই’। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অভিনব এ সমাবেশ হয়।

সমাবেশে শিক্ষার্থী ও জনতা আন্দোলনে শহীদ আবু সাইদ, ফয়সাল আহমেদ শান্ত, মো. ওয়াসিম আকরাম, শাইখ আশহাবুল ইয়ামিন, মীর মুগ্ধ, ডা. সজীব সরকার, শাকিল পারভেজ, দীপ্ত দে, এটিএম তুরাব, নাইমা সুলতানাসহ বহু শহীদের মুখোশ নিয়ে উপস্থিত হন। 

আন্দোলনকালে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত আব্দুর রহমান জিসানের বাবা বাবুল সরদার এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আবু বকর সিদ্দিক ‘শহীদরা ফিরে আসছে’ শীর্ষক এই সমাবেশে বক্তব্য দেন। আবু বকর গত ৪ আগস্ট রাজধানীর বাংলামোটরে বুকে ও হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

বাবুল সরদার বলেন, আমার ছেলে আন্দোলনে পানি পান করাচ্ছিল, তার কোনো দোষ ছিল না। তাকে কেন গুলি করে মারা হলো। এই প্রশ্নের জবাব আমি পাইনি। আমার একটাই দাবি, ছেলের হত্যাকারীদের বিচার করতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। আমি আফ্রিকা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। আমার দুই মেয়ে এক ছেলে। ছেলেটাকে হত্যা করা হলো। আমার পরিবারে অন্ধকার নেমে এসেছে। আর্থিকভাবেও আমি দুর্বল হয়ে পড়েছি। আবার বিদেশে যাব, সব কাগজপত্র রেডি হয়েছে, কিন্তু টিকিটের টাকাটা ব্যবস্থা করতে পারছি না।

সমাবেশের অন্যতম আয়োজক আরেফিন মোহাম্মদ বলেন, গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। শহীদদের পরিবারকে সামাজিক মর্যাদা এবং আর্থিক সহযোগিতা দিতে হবে। আন্দোলনে আহতদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়া রাজধানীর রায়ের বাজারের নতুন কবরগুলোসহ অজ্ঞাতপরিচয় যত মরদেহ রয়েছে তাদের ডিএনএ প্রোফাইলিং করে পরিচয় চিহ্নিত করতে হবে।

শনিবার থেকে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিনের গণসংযোগ ঘোষণা করেন আরেফিন মোহাম্মদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সঞ্চালনায় সমাবেশে আন্দোলনে নিহতদের স্বজন, আহত ব্যক্তি ও আন্দোলনে সক্রিয় বিভিন্ন পেশার মানুষ কথা বলেন। গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, শিক্ষক মিজানুর রহমান, অ্যাডভোকেট আলী নাসের খান, ছাত্রনেতা নাঈম আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]