31085

শহীদদের স্মরণে বশেমুরবিপ্রবিতে কাওয়ালী আসর

শহীদদের স্মরণে বশেমুরবিপ্রবিতে কাওয়ালী আসর

2024-09-07 00:17:55

জুলাই ও আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাঁকজমকপূর্ণ কাওয়ালি গানের আসর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে ইনকিলাব মঞ্চের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫ টা ৩০ মিনিটে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি,কাওয়ালী গান, ইসলামী সংগীত এবং দেশাত্মবোধক গান পরিবেশন করে। অনুষ্ঠানে শিল্পুদের সাথে দর্শকরাও গানে গানে সুর মিলিয়ে তাল মিলান।

অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন পশ্চিমা সংস্কৃতি থেকে মুক্ত হয়ে ক্যাম্পাসের সব জায়গায় সুস্থ সাংস্কৃতি ছড়িয়ে পড়ুক। সম্প্রতি পতন হ‌ওয়া সরকারের আমলে আমরা চাইলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা কাওয়ালী আসর করতে পারিনি। এখন আমরা করতে পারছি।
উল্লেখ্য ইনকিলাব মঞ্চের জাঁকজমকপূর্ণ এই আয়োজনের থিম ছিল "গণ আত্নার কবিতা, বিপ্লবী গান ও কাওয়ালী আসর"

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]