31111

ইবির ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ওবিই কারিকুলাম ফেস্টিভ্যাল পালন

ইবির ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ওবিই কারিকুলাম ফেস্টিভ্যাল পালন

2024-09-18 19:39:00

আন্তর্জাতিক স্বীকৃত ফলাফল ভিত্তিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রথম বারের মতো আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ‘ওবিই কারিকুলাম’ বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ১২ টার দিকে মীর মোশাররফ হোসেন ভবনে ‘ওবিই কারিকুলাম ডিস্ট্রিবিউশন ফেস্টিভ্যাল’ ব্যানারে এটি পালিত হয়। সঞ্চলনায় ছিলেন বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুর রহমান।

এসময় স্নাতক ১ম বর্ষ থেকে শুরু স্নাতকোত্তর শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও যারা কারিকুলাম প্রণয়নে সরাসরি সহযোগিতা করছে, তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার, সহকারী অধ্যাপক মো: মেহেদী হাসান ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম। এছাড়াও ডেপুটি রেজিস্ট্রার এনামুল হক ও দু'শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা-কার্যক্রমের দিকে নজর দেওয়ার ক্ষেত্রে সেই জায়গা থেকে আমাদের বিভাগ নিশ্চিত করতে সক্ষম হলো। আমরা বিভাগের সকল শিক্ষক ও যারা সংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমরা গোছানো একটা কারিকুলাম উপহার পেয়ে ধন্য। আমাদের কৃতিত্ব, অর্জন সবকিছুই বিভাগকে সমুন্নত রাখতে অনন্য ভূমিকা পালন করবে।

সমাপনী বক্তব্যে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার বলেন, ২০-২১ শিক্ষাবর্ষ থেকে ইউজিসি কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আন্তর্জাতিক মানের ওবিই কারিকুলাম। এই কারিকুলামটা কেন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে তা বলতে গেলে, শিক্ষার্থীরা কখন কী করতে হয় সেটা জানে না। কখন রিটেক দিবে, কখন সাপ্লি দিবে, ইয়ার ড্রপ হবে কি-না অনেক প্রশ্ন মাথার ঘুরপাক খায়, এই কারিকুলাম হাতে নিয়ে দেখলে নিয়মকানুন সম্পর্কে তারা সমাধান পেয়ে যাবে। বিশেষ করে কোর্সের আগে যে নাম্বার যুক্ত থাকে- যেমন ০৪২১ আন্তর্জাতিক কোড। এর দ্বারাই শিক্ষার্থীরা কোর্স সম্পর্কিত আন্তর্জাতিক মানের সিলেবাসটা সহজে দেখতে পারবে। এই যে প্রথম আমাদের উদ্যোগটা আন্তর্জাতিক মানের দিকে নিয়ে যাওয়ার পদক্ষেপ।

এছাড়াও তিনি বলেন, নবীন শিক্ষার্থীরা যখন ভর্তি হয়, তখন তাদের যে বিভাগীয় হক থাকে, সেটা আদায় করে নেওয়াটা তার প্রাপ্য। আমরা ১ম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে সাড়ে চারশ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]