31112

এবার র‍্যাগিং নিয়ে কঠোর হুঁশিয়ারি রাবি প্রশাসনের

এবার র‍্যাগিং নিয়ে কঠোর হুঁশিয়ারি রাবি প্রশাসনের

2024-09-18 19:42:24

র‍্যাগিংকে সামাজিক অপরাধ অ্যাখ্যা দিয়ে তার সাথে জড়িত থাকলে বিধি-মোতাবেক শাস্তি প্রদান করা হবে বলে হুঁশিয়ার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, "র‍্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া ছাড়াও র‍্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর মানসিক সমস্যার সৃষ্টি হয়। এ কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথায় কোন প্রকার র‍্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছে। কেউ র‍্যাগিং করলে বা কাউকে র‍্যাগিং করতে উদ্বুদ্ধ করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তি প্রদান করা হবে"।

উল্লেখ্য, বিভাগের সভাপতির অনুমতি ব্যতিত বিভাগের অন্য কোন বর্ষের শিক্ষার্থীদের সাথে নবীন শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান করা যাবে না।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]