31161

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন

2024-09-25 14:26:37

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৪ পালন করা হয়েছে। এবার প্রতিপাদ্য বিষয় ‘Pharmacists: Meeting Global Health Needs' সামনে রেখে এ দিবস পালন করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি র‍্যালি বের হয়ে। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজ্ঞান ভবনের সামনে এসে সমাপ্ত হয়। এসময় র‍্যালিতে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারুল হক, প্রভাষক রেহেনুমা তানজিন ও রসূল করিম উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, আগে মনে করা হতো ফার্মাসিস্টরা শুধু ঔষুধ তৈরী করে তবে এখন তাদের হেলথ সিস্টেমের ভেইনগার্ড। তাই ফার্মাসিস্টরা বর্তমানে সরাসরি পেশেন্টদের সাথে জড়িত। ঔষধের সংরক্ষণ, রোগীদের কাউন্সিলিং এর মতো গুরুত্বপূর্ণ কাজে ফার্মাসিস্টরা অবদান রাখছেন।

ফার্মেসি বিভাগের প্রভাষক রেহেনুমা তানজিন বলেন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা আনন্দ র‍্যালি করেছি, বিভিন্ন ফেস্টুন বা ব্যানার বানিয়েছি, আলোচনা সভা হয়েছে। আমরা এই ম্যাসেজ পৌঁছে দিতে চেয়েছি যে ফার্মাসিস্টরা আসলে শুধুমাত্র ঔষুধ তৈরির ক্ষেত্রে না, ঔষধের যেন সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারি এজন্য ফার্মাসিস্টদের এখন ডাক্তারদের সাথে সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নত দেশের মতো বাংলাদেশও তাদের সেবার পরিসর নিশ্চিত করতে হবে।

র‍্যালিশেষে শিক্ষার্থীদের সাথে ফটোসেশন করেন বিভাগের শিক্ষকরা। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস এসোসিয়েশন ইবি শাখা।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে বিশ্বে দিবসটি পালন শুরু হলেও বাংলাদেশে এই দিবসটি পালন শুরু হয় ২০১৪ সাল থেকে। ইবিতে দিবসটি ২০১৮ সালে প্রথমবারের মতো পালিত হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]