31207

ইবির শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট নিয়োগ

ইবির শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট নিয়োগ

2024-09-30 17:47:34

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল কাদের।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিসা আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম এর পদত্যাগ পত্র ২৯/০৯/২০২৪ তারিখ থেকে গৃহীত হলো এবং তদস্থলে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল কাদেরকে ৩০/০৯/২০২৪ তারিখ থেকে পরবর্তী ০১ বছরের জন্য উক্ত হলের প্রভোস্ট হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

এরআগে, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরে একযোগে বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলের প্রভোস্ট পদত্যাগ পত্র জমা দেন। তন্মধ্যে ইবির শেখ রাসেল হলের প্রভোস্টও ছিলেন।

 

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: [email protected]