সালাউদ্দীন ও গালিবের নেতৃত্বে ইবি ফটোগ্রাফিক সোসাইটি
2024-09-30 17:55:41
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কার্যনির্বাহী কমিটি ২০২৪-২০২৫ এ সভাপতি হিসেবে মোঃ সালাউদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে সিরাজুজ্জামান গালিব মনোনীত হয়েছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক এনামুল কবির রায়হান এবং নাসির উদ্দীন আবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে জানানো হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো: রিজওয়ান খান ও নাইম ইসলাম এবং যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে ইশতিয়াক ফেরদৌস ইমন ও লামিয়া হোসেন মনোনীত হয়েছেন।
কমিটিতে অন্যান্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মোতালেব বিশ্বাস লিখন, সহকারী সাংগঠনিক সম্পাদক এম এম বনি আমিন, শরীফ সৌরভ ও এস বি বাঁধন, অফিস সহকারী ফারহানা ইবাদ, সহকারী অফিস সহকারী বজলুর রহমান। এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন ইজাজ আহমেদ এবং সহকারী কোষাধ্যক্ষ মো: সাব্বির খান, হিউম্যান রিসোর্স ও সহকারী হিউম্যান রিসোর্স হিসেবে সাব্বির সায়েম ও আহমেদ গালিব, এ এস এম মাহবুব, আইটি সম্পাদক ও সহকারী আইটি সম্পাদক ফিরোজ মাহমুদ এবং নাহিদুর রহমান তমাল ও আবু উবায়দা। পরিকল্পনা সম্পাদক ও সহকারী পরিকল্পনা সম্পাদক সাকিফ বিন আলম ও নুসরাত ঐশী, মহিবুল্লাহ নোমান, মো: মারুফ হাসান। এতে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইদুল হাসান ও সহকারী প্রচার সম্পাদক ইরফান উল্লাহ। বিজ্ঞাপন সম্পাদক হিসেবে মতিউর রহমান এবং সহকারী বিজ্ঞাপন সম্পাদক হিসেবে মোঃ সাইফুল্লাহ, ফারহানা আফরিন, ইসতিয়াক আহমেদ হিমেল, চিত্রনাট্য লেখক ও হোস্ট হিসেবে শাকিরা ইসলাম ও আশরাফুল হক মনোনীত হয়েছেন।