31564

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল নজরুল বিশ্ববিদ্যালয়

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল নজরুল বিশ্ববিদ্যালয়

2024-11-04 19:58:28

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ ব্যাচের (২০২৩-২০২৪) নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে গাহি সাম্যের গান মুক্ত মঞ্চে এক বর্ণিল আয়োজনের মাধ্যমে।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণকে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত করে তোলে। নবীন ও প্রবীণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের উপস্থিতিতে এই আয়োজন হয়।

ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আক্তারের সঞ্চালনায় অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা যদি দক্ষ মানবসম্পদে রূপান্তরিত না হতে পারি, তাহলে প্রতিযোগিতামূলক সমাজে টিকে থাকা কঠিন। আমাদের আরো বেশি দক্ষতা অর্জন করতে হবে, কারণ একটি জাতির অর্থনৈতিক উন্নতি ও অগ্রগতি এ দক্ষতার উপর নির্ভর করে।’

ড. জাহাঙ্গীর আলম আরও উল্লেখ করেন, ‘বিশ্ববিদ্যালয় হলো শিক্ষা, সংস্কৃতি, মানবসত্তা ও মননশীলতার বিকাশের জায়গা। এখান থেকে শুধু একাডেমিক শিক্ষা নয়, বরং অন্যান্য ভালো সুযোগগুলো গ্রহণ করে নিজেদের বিকশিত করতে হবে।’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। রাষ্ট্র আপনারা থেকে অনেক বেশি আশা করে। মনে রাখতে হবে, আপনার গন্তব্য কেবল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবী।

আইন ও বিচার বিভাগের নবীন শিক্ষার্থী তানভীর ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘এটি ছিল খুবই আনন্দদায়ক একটি দিন। অনুষ্ঠানে শিক্ষকদের দিকনির্দেশনা আমাদের সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে এবং তাঁদের বক্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন জনাব মোহাম্মদ ইরফান আজিজ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রধান জনাব মোহাম্মদ আশরাফুল আলম।

এছাড়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান ও ওরিয়েন্টেশন আয়োজক কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]