31582

বেরোবিতে অন্তরঙ্গ অবস্থায় বহিরাগত যুগল আটক

বেরোবিতে অন্তরঙ্গ অবস্থায় বহিরাগত যুগল আটক

2024-11-07 11:04:49

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক যুগলকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। যুগলটি বহিরাগত হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) রাতে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ভিসি মাঠে অভিযান চালিয়ে ওই যুগলকে অন্তরঙ্গ অবস্থায় আটক করে। এ সময় তাদের সঙ্গে আরও ১৫ জনকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে এই সব মানুষদের আটক করে পরবর্তীতে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে মুচলেকা নিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো ধরনের অনৈতিক কাজ সহ্য করা হবে না। আমরা এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বন্ধ রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতোমধ্যে মাদক এবং অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রেখে কাজ করছে বলে তিনি জানান।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]