31664

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

2024-11-17 11:56:55

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ, ভর্তি পরীক্ষা বাতিলসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে তারা গণভবনের বিপরীতে সড়কে অবস্থান নিয়েছে।

বিক্ষোভের কারণে দুই পাশের সড়ক বন্ধ হয়ে গেছে, যা অফিসগামীদের জন্য সমস্যা সৃষ্টি করেছে। মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, শিক্ষার্থীরা এখনো সড়ক অবরোধ করে আছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ ফোর্স সেখানে পাঠানো হয়েছে এবং তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

শিক্ষার্থীরা আগেই কর্মসূচি ঘোষণা করেছিল এবং সে অনুযায়ী আজ সকাল ১০টায় তারা স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে। পরে তারা সড়ক অবরোধ করে। এর ফলে আসাদ গেট থেকে গাবতলী যাওয়ার পথে যান চলাচল বন্ধ রয়েছে, যা শতশত মানুষকে ভোগান্তিতে ফেলেছে।

পুলিশ প্রায় দেড় ঘণ্টা ধরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করছে, কিন্তু তারা এখনও সড়ক ছাড়েনি। আন্দোলনকারীরা অধ্যক্ষের পদত্যাগ এবং ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে অবস্থান করছে।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com