32067

ডাকসু নির্বাচনের জন্য কমিটি করা হয়েছে: ঢাবি ভিসি

ডাকসু নির্বাচনের জন্য কমিটি করা হয়েছে: ঢাবি ভিসি

2025-01-04 20:38:17

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, এই নির্বাচন ঘিরে ‘নিয়মতান্ত্রিকভাবে’ কাজ করা হচ্ছে।

আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন।

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ডাকসু আমাদের অঙ্গীকার। ডাকসুর জন্য একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটি সব অংশীজনের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেবে। সেই সুপারিশের আলোকেই উৎসবমুখর ডাকসু নির্বাচন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রসাশন।

এর মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভিসিকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। এরপর নির্বাচনের এক রোডম্যাপ তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন নিয়াজ আহমেদ খান।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]