32076

চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি আলী

চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি আলী

2025-01-05 22:44:41

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। আর সেক্রেটারি মনোনীত হয়েছেন মোহাম্মদ আলী।

রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় চট্টগ্রামের সাফা আর্কেড মিলনায়তনে চবি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত ও সেক্রেটারি মনোনীত হন। তারা ২০২৫ সেশনের জন্য দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষ এবং সেক্রেটারি মোহাম্মদ আলী ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক ডা. উসামা রাইয়ান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, চবির সদ্য বিদায়ী সভাপতি নাহিদুল ইসলাম এবং ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম।

নবনির্বাচিত সভাপতি এর আগে বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ছিলেন, অর্থ সম্পাদক এবং জুলাই গণঅভ্যুত্থানের চবি সমন্বয়ক ছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]