32099

কলেজের নাম পরিবর্তনে সরকারের অনুমতি প্রয়োজন: তিতুমীর অধ্যক্ষ

কলেজের নাম পরিবর্তনে সরকারের অনুমতি প্রয়োজন: তিতুমীর অধ্যক্ষ

2025-01-07 22:07:08

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার লাগিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাছাড়া ভেতরের দুটি ভবনেও এই ব্যানার লাগানো হয়।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এমন কর্মসূচি পালন করেছেন তারা। শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। তবে কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল জানান, কলেজের নাম পরিবর্তনে সরকারের অনুমতি প্রয়োজন।

জানা যায়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হলেও এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এ অবস্থায় আজ ফের বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এসময় কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার লাগান তারা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হলে শিক্ষার মান আরও উন্নত হবে এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে। তিতুমীর কলেজের বিশাল অবকাঠামো, ব্যবস্থাপনা এবং বিপুল শিক্ষার্থীর সংখ্যা এই প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য যথেষ্ট যোগ্য করে তোলে।

এ বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল বলেন, আমি ঘটনার সময় কলেজেই ছিলাম। শুনেছি শিক্ষার্থীরা মূল ও ভেতরের বিজ্ঞান ভবনে তিতুমীর বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার লাগিয়েছেন। তবে সরকারি কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে হলে তো সরকারি নিয়ম রয়েছে। এই বিষয়ে তো সরকারের কাছে আবেদন করতে হয়, অনুমতির প্রয়োজন হয়। তারপর নাম পরিবর্তন হয়। সূত্র : ডেইলি ক্যাম্পাস 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]