32112

ডিআইইউ-তে হতে যাচ্ছে সীরাহ কনফারেন্স

ডিআইইউ-তে হতে যাচ্ছে সীরাহ কনফারেন্স

2025-01-16 19:23:59

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এর সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে আগামী ২৬শে জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে সীরাহ কনফারেন্স।

রাজধানীর বাড্ডার সাতারকুলে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে হতে যাচ্ছে এই সীরাহ কনফারেন্স।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। আরো থাকছেন সুপরিচিত আলোচক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এবং মুফতি রেজাউল করিম আবরার।

উক্ত সীরাহ কনফারেন্সে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আরও থাকবেন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ডক্টর এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের মধ্যে রয়েছে গোটা মানবতার জন্য আদর্শ। তার জীবনের প্রতিটি দিক, আচার-আচরণ, এবং মূল্যবোধ মানুষের জন্য শিক্ষার একটি উৎস। তিনি সততা, দয়া, ন্যায়বিচার, এবং সংযমের গুরুত্ব শিখিয়েছেন। তার জীবনের উপদেশাবলী এবং উদাহরণ আজও মানুষের মধ্যে প্রচণ্ড প্রাসঙ্গিক।

তারা জানান, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই আমাদের ভবিষ্যত আর ক্যারিয়ার সব সময় নিয়ে ভাবি কিন্তু এর বাহিরেও আমাদের একটি ক্যারিয়ার রয়েছে, যেই ক্যারিয়ারের নাম মুসলিম। আমরা সেটা নিয়ে ভাবুক হয়ে উঠতে পারি না পরিবেশের কারণে। আর প্রতিটি মুসলিমের জীবনেই রাসূল সা. এর সীরাত তথা জীবনি ইম্প্যাক্ট ফেলে সেই লক্ষ্যে আমরা সীরাত কনফারেন্স আয়োজন করতে চাচ্ছি। যাতে ছাত্র-ছাত্রীদের ব্যাক্তি জীবণে মুসলিম ক্যারিয়ারের প্রতি আকৃষ্ঠতা বাড়ে।

তারা আরও জানান, সীরাহ কনফারেন্স আমাদের সাংস্কৃতিক ও ধর্মীয় উত্তরাধিকার রক্ষা করতে সহায়ক। এই চর্চার মাধ্যমেই নতুন প্রজন্মের কাছে ইসলামিক শিক্ষাগুলো পৌঁছে দেয়া সম্ভব হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]