32121

ইবিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রীনিং ক্যাম্পেইন

ইবিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রীনিং ক্যাম্পেইন

2025-01-25 18:35:18

 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) থ্যালাসেমিয়া সচেতনতা ও থ্যালাসেমিয়া স্ক্রিনিং বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে বায়োটেড ও আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি ইবি শাখার যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

এ ক্যাম্পেইনে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এতে মুখ্য আলোচক হিসেবে বায়োটেডের নির্বাহী পরিচালক ড. সওগাতুল ইসলাম উপস্থিত ছিলেন ও ক্যাম্পেইনে বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের এই আয়োজন অনেক গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গ্রাম পর্যায় থ্যালাসোমিয়া নিয়ে কাজ করা উচিত। কারণ গ্রামের মানুষদের মাঝে এইসব সমস্যার প্রতি সচেতনতা কম লক্ষ্য করা যায়। তবে তাদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। আমরা নিজেরা থ্যালাসেমিয়া থেকে সচেতন হবো এবং অন্যকেও সচেতন করবো।

উল্লেখ্য, থ্যালাসেমিয়া কি, বাংলাদেশের কোনো অঞ্চলে এর প্রভাব কেমন, কি কি কারণে এ রোগ হয় এর উপর তথ্যবহুল প্রদর্শনী চিত্রিত হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]