32122

আইসিসিবিতে চলছে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

আইসিসিবিতে চলছে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

2025-01-26 16:17:10

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ৫৯তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২৫। শনিবার (২৫ জানুয়ারি) সকালে আইসিসিবির রাজদর্শন হলে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক শিক্ষামেলা শুরু হয়।‌ ‘চলো বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে’ স্লোগানে এ মেলা চলবে আগামীকাল ২৭ জানুয়ারি পর্যন্ত।

আন্তর্জাতিক শিক্ষামেলায় অংশ নিয়েছে বেশ কয়েকটি কনসালটেন্সি ফার্ম। তাদের মধ্যে একটি স্বনামধন্য স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম ফেইথ ওভারসীজ লিমিটেড। ফার্মটির ডিরেক্টর মার্কেটিং কামরুল হাসান জানান, বাংলাদেশের শিক্ষার্থীরা বর্তমানে উচ্চ শিক্ষার জন্য উন্নত দেশে গুলোতে যাচ্ছেন। মানসম্মত শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করি। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় ও IELTS Course free।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলায় অংশ নিতে পারবেন শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাই। এখানে তারা এক ছাদের নিচে ৩৫টির বেশি সেরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন। জানতে পারবেন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এশিয়া এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও স্কলারশিপ সম্পর্কিত তথ্য। দেশের শীর্ষ হায়ার এডুকেশন কনসালট্যান্টদের কাছ থেকে বিনামূল্যে পরামর্শ পাওয়া যাবে এখানে। স্পট অ্যাপ্লিকেশন সাবমিশন ও স্কলারশিপ আবেদন, স্টুডেন্ট ভিসার জন্য প্রস্তুতির দিক-নির্দেশনা এবং শতভাগ পর্যন্ত স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এ মেলায়।

এ মেলায় বাংলাদেশের স্বনামধন্য উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। শিক্ষার্থী ও অভিভাবকরা বিনামূল্যে কনসালট্যান্টদের পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। থাকছে ২০টির বেশি সেমিনার। দেশের তরুণ প্রজন্মের স্বপ্নগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরা ও শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করাই হচ্ছে এ মেলার মূল লক্ষ্য। ফ্রি রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন https://bit.ly/BigXpo25।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]