32170

দশম গ্রেড দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকদের অবস্থান

দশম গ্রেড দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকদের অবস্থান

2025-02-26 15:00:58

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত ‘মার্চ ফর ডিগনিটি’ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষকরা রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা সাড়ে ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।

দুপুর ১টার দিকে অধিদপ্তরের প্রধান ফটকের সামনে সহস্রাধিক সহকারী শিক্ষককে অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই’ ‘দশম গ্রেড দিতে হবে, দিয়ে দাও’, ‘প্রতারণার ১২তম গ্রেড, মানি না মানবো না’, ‘১২ নিয়ে খেলিস না, ক্লাস কিন্তু হবে না’, ‘শিক্ষক কেন তৃতীয় শ্রেণি, জবাব চাই জবাব চাই’ স্লোগান দিতে দেখা যায়

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: [email protected]