32191

আজও বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

আজও বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

2025-03-10 00:16:07

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে আজও বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিশু আসিয়াসহ সকল ধর্ষকের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (০৯ মার্চ) রাত ৮টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার রাজুতে গিয়ে শেষ হয়।

গতকাল শনিবার দিবাগত রাত ২টায় আত্মপ্রকাশ করা ‘ধর্ষণ বিরোধী মঞ্চ’র ব্যানারে হওয়া মিছিলে বিশ্ববিদ্যালয়ের হাজারের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর মধ্যে বেশিরভাগই বিভিন্ন হলের নারী শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থীদের ‘জাস্টিস ফর তনু’, ‘জাস্টিস ফর আসিয়া’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’- ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় বিশ্ববিদ্যালয়ের আকাশ-বাতাস।

 

 
সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]