32235

চীনা প্রতিষ্ঠান হান্ডা বিনিয়োগ করছে ১৫০ মিলিয়ন ডলার

চীনা প্রতিষ্ঠান হান্ডা বিনিয়োগ করছে ১৫০ মিলিয়ন ডলার

2025-04-10 19:12:30

চীনা প্রতিষ্ঠান হান্ডা বাংলাদেশে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান। বৃহস্পতিবার বিনিয়োগ সম্মেলনের শেষ দিনের সংবাদ সম্মেলনে নাহিয়ান এ তথ্য জানান।

এছাড়া দেশি স্টার্ট আপ প্রতিষ্ঠান শপআপের জন্য আরেকটি বিদেশি প্রতিষ্ঠান থেকে এসেছে ১১০ মিলিয়ন ডলারের বিনিয়োগ।

সংবাদ সম্মেলনে নাহিয়ান বলেন, ‘হান্ডার ১৫০ মিলিয়ন ডলার যেটা এই সামিটেই সই হয়েছে, তার আগে আমরা গতকাল সকালেই জানলাম যে আমাদের শপআপের যে স্টার্টআপের বিজনেস আছে, সেখানে ১১০ মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে। এর বাহিরে ছোট ছোট আরও সেগমেন্টগুলোতে ডেভেলপমেন্ট হচ্ছে, সেগুলো আমরা কালেক্ট করে একবারে আপনাদের সাথে কথা বলব।’

বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট জানান, আমেরিকার অতিরিক্ত শুল্কের কারণে বিনিয়োগের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য।

সম্মেলনে এবার প্রায় ৪৫০টি বিদেশি কোম্পানি এসেছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের সাথে বিনিয়োগের পাইপলাইন তৈরি করা গেছে। যা দিয়ে ভবিষ্যতের বিনিয়োগের পথ সুগম হবে।’

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com