32257

স্বর্ণের দামে আবার রেকর্ড

স্বর্ণের দামে আবার রেকর্ড

2025-04-13 17:13:05

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এ দফায় প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ১৮৭ টাকা। নতুন দামে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা।

গত শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন দামে ২১ ক্যারেটের ভরিতে গুনতে হবে ১ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা। এছাড়াও ১৮ ক্যারেটের ভরি পড়বে ১ লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা।

তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ভালো মানের প্রতি ভরি রুপার দাম থাকছে ২ হাজার ৫৭৮ টাকা।

পরিবর্তিত দাম রোববার থেকে কার্যকর হবে।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com