32278

২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন হবে: আইন উপদেষ্টা

২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন হবে: আইন উপদেষ্টা

2025-04-16 15:14:38

আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন কোনোভাবেই জুনের পরে হবে না। এই সময়ের মধ্যে যত তাড়াতাড়ি পারে নির্বাচন দিতে চায় সরকার।

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, বিএনপি দেশ সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। খোলামেলা পরিবেশে বিএনপি নেতাদের সঙ্গে কথা হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির সাত সদস্যের প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরও অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com