নোয়াখালীবাসীর আতিথেয়তায় মুগ্ধ নোবিপ্রবিতে আগত ভর্তিচ্ছু ও অভিভাবকরা
2017-11-05 15:30:47
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভর্তি পরিক্ষা সুসম্পন্ন হয়েছে। বিগত বছরের ন্যায় এই বছর ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। তবে নোয়াখালীবাসীর আতিথেয়তায় মুগ্ধ ভর্তিচ্ছু পরিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
সরেজমিনে দেখা যায়, নোয়াখালীর সাধারন লোকজন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আগত ভর্তিচ্ছুদের সাদরে গ্রহন করে এবং তাদের থাকার ব্যবস্থা করে। রাত ১০টায় রেল ষ্টেশনে আগত ভর্তিচ্ছুদের গ্রহন করার জন্য অপেক্ষা করতে দেখা যায় সাধারন মানুষদের।
স্টেশনের মাইকে ঘোণা করার মাধ্যমে ভর্তিচ্ছুদের থাকা-খাওয়ার ব্যবস্থার কথা জানানো হয়।ভর্তিচ্ছু রায়হানের সাথে কথা বলে জানা যায় সে ইতিমধ্যে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিয়েছে কিন্তু নোয়াখালীর মানুষদের মতো এমন সাদরে গ্রহন আর কোন এলাকায় দেখেনি। নোয়াখালীর প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তাছাড়া অনেক ভর্তিচ্ছুদের ফেইসবুকে এই নিয়ে পোস্ট করতে ও দেখা যায়।
উল্লেখ্য গত ০৩ ও ০৪ তারিখ নোবিপ্রবিতে 'এ','বি' এবং 'সি' ও 'ডি' ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।পর্যাপ্ত আবাসন সমস্যার কারনে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়স্থ হলে রাতযাপন করে তবে তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় তাদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায়।ঠিক এই মুহূর্তেই এগিয়ে আসে নোয়াখালীর সাধারন জনগণ।
প্রসঙ্গত এবার সর্বমোট ৪(চার) ইউনিট মিলে মোট আবেদন করেছে ৪৭৫৪১ জন ভর্তিচ্ছুক। এবার সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে ‘এ’ ইউনিটে। ‘এ’ ইউনিটে ৩০৫ আসনের বিপরীতে গড়ে আবেদন করেছে প্রায় ৬৭ জন করে শিক্ষার্থী। এছাড়াও বি’ ইউনিটের ৩৫৫ আসনের বিপরীতে গড়ে আবেদন করেছে প্রায় ৪৭ জন। ‘সি’ ইউনিটের ২২০ আসনের বিপরীতে গড়ে প্রায় ২৩ জন। ‘ডি’ ইউনিটের ২৯০ আসনের বিপরীতে গড়ে প্রায় ২১ জন আবেদন করেছে।
টিআই/ ০৫ নভেম্বর২০১৭