3644

হাবিপ্রবিতে শিক্ষকদের পিটিয়ে মুক্ত করা হলো অবরুদ্ধ ভিসিকে

হাবিপ্রবিতে শিক্ষকদের পিটিয়ে মুক্ত করা হলো অবরুদ্ধ ভিসিকে

2017-11-21 05:39:45

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা চালিয়ে অবরুদ্ধ ভিসি অধ্যাপক ড. আবুল কাসেমকে মুক্ত করেছে শিক্ষার্থীদের একটি অংশ। তারা ভিসিপন্থী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এই ঘটনায় অন্তত ৫ জন শিক্ষক আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.হারুন উর-রশিদকে অব্যাহতি দেয়ায় প্রতিবাদে সোমবার (২০ নভেম্বর) বিকাল থেকে শিক্ষকরা ড. আবুল কাসেমকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যায় শিক্ষকদের উপর হামলা চালিয়ে তাকে মুক্ত করে শিক্ষার্থীদের ওই অংশটি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলে ভিসিকে অবরুদ্ধ করে শিক্ষকরা আন্দোলন শুরু করলে সন্ধ্যার পর ভিসিপন্থী হিসেবে পরিচিত অর্ধশতাধিক ছাত্র এসে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা চালায়। মারধোরের পর তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়। এ সময় পাঁচজন শিক্ষক আহত হন। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থীরা এবং ভিসিপন্থী ছাত্ররা মুখোমুখি অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত কোন পরিস্থিতি মোকাবেলা করতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসব বিষযে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.শফিকুল ইসলাম জানান, আমি এ বিষয়ে কিছুই জানি না। একমাস ধরে ক্যাম্পাসের বাইরে রয়েছেন বলে জানান তিনি।

ভিসি ড.আবুল কাসেমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে ‍একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

এসএম/ ২০ নভেম্বর ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]