3710

পবিপ্রবির ভর্তির আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর

পবিপ্রবির ভর্তির আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর

2017-11-22 17:08:51

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষার আবেদনের শেষ তারিখ বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। ওইদিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা । ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে।

এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PSTU লিখে স্পেস দিয়ে প্রার্থীর এইচএসসি পর্যায়ের শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস এইচএসসি পরীক্ষার রোল নম্বর, স্পেস এইচএসসি পাসের সাল, স্পেস এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস এসএসসি পরীক্ষার রোল নম্বর, স্পেস এসএসসি পাসের সাল, স্পেস দিয়ে কাঙ্খিত ইউনিট (এ, বি, সি) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

এছাড়া ভর্তি পরীক্ষা ও ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের www.pstu.ac.bd ওয়েব সাইটে পাওয়া যাবে।

কেএস/ ২২ নভেম্বর ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]