4013

২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপের ফিক্সার 

২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপের ফিক্সার 

2017-12-02 04:58:33

সবার আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে নেইমারের ব্রাজিল। ফলে বিশ্বকাপের সবগুলো আসরে অংশ নেওয়ার কৃতিত্ব ধরে রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এবারের বিশ্বকাপটা কঠিন হতে যাচ্ছে পাঁচবাবের বিশ্বকাপজয়ী দলটির জন্য। ব্রাজিলের গ্রুপে রয়েছে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়ার মতো দল।

প্লে অফ খেলে এবারের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলার স্বপ্ন দেখছিল উত্তর আয়ারল্যান্ড। তবে আইরিশদের সেই স্বপ্নটা পূরণ হতে দেয়নি সুইসরা। দারুণ খেলে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সুইসরা।

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮ এর ফিক্সার 

FiXures 

এমএসএল 

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com