4209

চবিতে শিবির সন্দেহে ক্লাসে ঢুকে শিক্ষার্থীকে মারধর

চবিতে শিবির সন্দেহে ক্লাসে ঢুকে শিক্ষার্থীকে মারধর

2017-12-08 02:38:02

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির সন্দেহে পারভেজ আলম নামের এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের একাংশ। পারভেজ অর্থনীতি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, পারভেজ মাস্টার্সের ক্লাস করার জন্য ক্যাস্পাসে আসেন। এসময় ছাত্রলীগের কয়েকজন কর্মী তাকে দেখে চিহ্নিত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিলুপ্তি কমিটির কার্যনিবাহী সদস্য সোলেমান সালমান ও আজাদুর রহমান আজাদের নেতৃত্বে বেশ কয়েকজন কর্মী পারভেজকে ক্লাস রুমে গিয়ে মারধর করেন। পরে বিভাগীয় এক শিক্ষক তাকে উদ্ধার করে প্রক্টর অফিসে হস্তান্তর করে বলে জানা যায়।

প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, অর্থনীতি বিভাগের এক শিক্ষক ফোন করে জানিয়েছেন তাদের বিভাগের এক শিক্ষার্থীকে কয়েকজন মারধর করেছে। পরে আমরা পারভেজকে নিয়ে আসি। এসময় তার শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে চবি মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। তবে ওই শিক্ষার্থী শিবির কিনা সে বিষয়ে যাচাই বাচাই করা হচ্ছে।

এইচএম/ ০৭ ডিসেম্বর ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]