4731

নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের ফল প্রকাশ

নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের ফল প্রকাশ

2017-12-26 15:40:21

নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে দেশব্যাপী নূরানী মাদ্রাসার কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী বোর্ডের কার্যালয়ে বসে অনলাইনে এ পরীক্ষার ফল প্রকাশ করেন।

অনলাইনে ফল প্রকাশের আগে চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর হাতে কেন্দ্রীয় পরীক্ষার ফল তুলে দেন বোর্ডের মহাসচিব মুফতি জসীমুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জমির উদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী, মাওলানা ইব্রাহীম খলীল সিকদার, মাওলানা আবুল হাশেম, মাওলানা আনিস, মাওলানা মাসুদ প্রমুখ।

পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী সাংবাদিকদের জানান, ৮০৭টি মাদ্রাসা থেকে এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ৭৬ হাজার ৮৩৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং সর্বমোট ৩৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-ছাত্রীরা বোর্ডের ফল স্ব-স্ব প্রতিষ্ঠানের পাশাপাশি নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইটেও (www.nooraniboardctg.com) দেখা যাবে বলে জানান।

এসএইচ/ ২৬ ডিসেম্বর ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]