৩৮তম বিসিএস প্রিলির সকল প্রশ্নের উত্তর
2017-12-30 05:02:06
৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দেশের মোট ২৮৩টি কেন্দ্রে একযোগে শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে চল দুপুর ১২টা পর্যন্ত। অন্যান্য পরীক্ষায় তুলনায় সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী এই প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
এবার প্রিলিমিনারিতে বেশ কিছু পরিবর্তন হয়েছে। পরীক্ষার্থীরা যেন নিজেদের পছন্দমতো উত্তর দিতে পারেন, সেজন্য বাংলা ও ইংরেজি মাধ্যমে প্রশ্ন করা হয়েছে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী প্রথমবারের মতো বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র দু’জন পরীক্ষক দিয়ে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
পরীক্ষকদের দেওয়া নম্বরের ব্যবধান ২০-এর বেশি হলে তৃতীয় পরীক্ষক উত্তরপত্র দেখবেন। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি। এত দিন পর্যন্ত বিসিএসের লিখিত পরীক্ষার খাতা একজন পরীক্ষক দেখতেন। সাত বিভাগের পাশাপাশি এবার নতুন বিভাগ ময়মনসিংহেও পরীক্ষা নেওয়া হবে।
নিচে ৩৮তম বিসিএস প্রিলির সকল প্রশ্নের উত্তর দেয়া হলো:
এইচজে/ ২৯ ডিসেম্বর ২০১৭