4889

বছর জুড়ে আন্দোলনে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

বছর জুড়ে আন্দোলনে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

2018-01-01 05:33:02

গেল বছরে শিক্ষকদের আন্দোলনের কারণে প্রশাসনিক কাজ সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে; উপাচার্য অধ্যাপক আলী আশরাফের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে বছর জুড়ে আন্দোলনে ছিল শিক্ষক সমিতি।

শিক্ষকরা তালা মেরে দেওয়ায় মার্চের ৮ তারিখ থেকে ১৯ মার্চ পর্যন্ত নিজ কার্যালয়ে যেতে পারেনি উপাচার্য। পরে সমর্থক শিক্ষক ও ছাত্রলীগের সহায়তায় ২০ মার্চ তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

এরপরও উপাচার্যের বাড়তি ভাতা নেওয়া, শিক্ষকদের ওপর হামলার বিচার, প্রক্টরের পদত্যাগসহ ১৪ দফা দাবিতে শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকে। বিভিন্ন কর্মসূচি চলার মধ্যে ১৫ অক্টোবর থেকে দায়িত্বের শেষ সময় ২ ডিসেম্বর পর্যন্ত আর কার্যালয়ে যেতে পারেননি তিনি।

বাসভবন থেকে অধ্যাপক আলী আশরাফের দাপ্তরিক কাজ সারার মধ্যে ১৭ ও ১৮ নভেম্বরের ভর্তি পরীক্ষা স্থগিত করতে হয়েছিল কেন্দ্রীয় ভর্তি কমিটিকে।

বছরের শেষ সময়ে উপাচার্যবিহীন অবস্থায় পার করতে হয়েছে ২০০৬ সালে প্রতিষ্ঠিত সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়টিকে।

এইচজে/ ৩১ ডিসেম্বর ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]