4916

একসঙ্গে শিক্ষাজীবন শুরু করল যমজ পাঁচ ভাইবোন

একসঙ্গে শিক্ষাজীবন শুরু করল যমজ পাঁচ ভাইবোন

2018-01-02 15:19:47

একই সঙ্গে নতুন বই হাতে শিক্ষাজীবন শুরু করল গোপালগঞ্জের পাঁচ যমজ শিশু। নতুন বছরের প্রথমদিনটি একই পোশাকে নতুন বই হাতে পাঁচ ভাইবোন বেশ আনন্দে কাটিয়েছে। একই দিনে জন্ম নেওয়া শিশুগুলোর স্কুলও শুরু হলো একই দিনে।

সোমবার (০১ জানুয়ারি) পুরে মা-বাবার হাত ধরে পাঁচ শিশু গোপালগঞ্জ সদর উপজেলার ৮১ নম্বর করপাড়া মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিশু শ্রেণিতে ভর্তি হয়।

পাঁচ শিশুর স্কুলে আসার খবরে তাদের দেখার জন্য বিপুল অভিভাবক ভিড় করে। শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে তাদের বরণ করে নেয়। পরে তাদের হাতে বই তুলে দিয়ে স্কুলের বই উৎসব শুরু হয়।

যমজ পাঁচ ভাইবোন হলো রুবাইয়া খান হীরা, রুশরা খান মনি, রামিসা খান মুক্তা, রাইসা খান মালা ও মাহির গফফার মানিক।

যমজ ওই পাঁচ শিশু ভবিষ্যতে পুলিশ বাহিনীতে নিজেদের নিয়োজিত করবে বলে অভিব্যক্তি প্রকাশ করে।

একই সঙ্গে শিক্ষাজীবন শুরু করল গোপালগঞ্জের পাঁচ যমজ শিশু

 

মা সোমাইয়া খানম সবার কাছে দোয়া চেয়েছেন যাতে তাঁর সন্তানরা ভালো মানুষ হতে পারে এবং তাদের মনবাসনা পূরণ হয়।

বাবা গফফার খান বলেন, পাঁচ সন্তানকে একসঙ্গে স্কুলে ভর্তি করতে পেরে তিনি অনেক আনন্দিত। তাঁর সন্তানরা পড়াশোনা শেষ করে যাতে দেশ সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে পারে, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

স্কুলের প্রধান শিক্ষক আশীষ কুমার রায় বলেন, পাঁচটি যমজ শিশু তাঁর স্কুলে আজ ভর্তি হয়েছে এজন্য তিনি অনেক আনন্দিত। তাদের লেখাপড়ার প্রতি তিনি বিশেষ নজর রাখবেন বলেও জানান।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম খান টিটো বলেন, যমজ শিশুরা যাতে সঠিকভাবে লেখাপড়া করতে পারে তার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ/ ০২ জানুয়ারি ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:campustimes77@gmail.com