4943

৩৭তম বিসিএস ভাইভার অভিজ্ঞতা

৩৭তম বিসিএস ভাইভার অভিজ্ঞতা

2018-01-03 03:33:58

Duration: ১৭-১৮ মিনিট
বোর্ড: শ্রদ্ধেয় মোখলেসুর রহমান স্যার
_____________________
সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম।
চেয়ারম্যান স্যার বসতে বললেন। বসে ধন্যবাদ জ্ঞাপন করলাম।
চেয়ারম্যান স্যার: বিপিএসসি ফরম- ২ পড়তে পড়তে, নাম - মিজানুর রহমান।
মি: জ্বি স্যার।
চে: বাড়ি কোথায়?
মি: কুমিল্লা চৌদ্দগ্রাম।
চে: আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কুমিল্লা জেলার অবদান বল।
মি: বললাম
চে: জেরুজালেম কবে মুসলমানদের অধীনে আসে?
মি: ৬৩৭ খ্রি.
চেয়ারম্যান : কবে মুসলমানরা জেরুজালেমের কর্তৃত্ব হারায়?
মি: ১৯১৭ সালের বেলফোর ঘোষণার মাধ্যমে ১৯৪৮ সালে ফিলিস্তিনের বুকে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা হলে।
চে: না, এর আগে আরো দুইবার হারায়।
মি: সরি স্যার, জানা নেই।
চে: জেরুজালেমে যে টেম্পল আছে এটা কে প্রতিষ্ঠা করে?
মি: সরি
চে: প্রথম ক্রুসেড কবে হয়?
মি: ইক্সাকলি মনে নেই।
চে: কুমিল্লার দুটি প্রাচীন লাইব্রেরি আছে, যা গবেষণার কাজে ব্যবহৃত হয়? নাম কি?
মি: রামমালা ঘাট, মহেশচন্দ্র ভট্টাচার্য প্রতিষ্ঠা করে, আরেকটি বীরচন্দ্র গণ পাঠাগার
চে: কে প্রতিষ্ঠা করে?
মি: জমি দিয়েছিলেন বীরচন্দ্র, কিন্তু কে প্রতিষ্ঠা করেছিল মনে নেই।
চে: কুমিল্লাকে কেন "Bank & Tank " বলা হয়?
মি: অনেক পুকুর আছে, এবং প্রচীনকাল থেকে এই অঞ্চল সমৃদ্ধ ছিল, বাংলাদেশের ১৭টি বৃহত্তম জেলার একটি এখানে অনেক ব্যাংক প্রতিষ্ঠা তাই।
এরপর এক্সটারনাল-১ কে প্রশ্ন করতে ইশারা দিলেন।
এক্সটারনাল-১: আচ্ছা, আপনার প্রথম পছন্দ প্রশাসন। আচ্ছা বলুনতো ডিসিকে তিনটি নামে ডাকা হয়। এগুলো কি কি? কখন কোন নামে ডাকা হয়?
মি: ডিসি যখন শিক্ষা ও উন্নয়নমূলক কাজ করে তাকে, ডেপুটি কমিশনার বলে, যখন CrPC এর অধীন বিচারকার্য পরিচালনা করে, আইন -শৃংখলা রক্ষা করে তখন ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট বলে, রাজস্ব আদায় করলে ডিস্ট্রিক কালেক্টর বলে।
এক্স-১: জেনারেল ক্লজেজ এক্ট অনুযায়ী ম্যাজিস্ট্রেটের সংজ্ঞা দিন।
মি: জেনারেল ক্লজেস এক্ট ১৮৯৭ এর ৩(৩১) ধারা অনুযায়ী যিনি ফৌজদারি কার্যবিধির অধীন বিচারকার্য পরিচালনা করেন তাকে ম্যাজিস্ট্রেট বলে।
এরপর এক্সটারনাল-২ কে প্রশ্ন করতে বললেন। ওনি সব প্রশ্ন ইংলিশে করেছেন?
Ex-2: What is the main duty of a civil servant?
Me: According to our constitution, the first and foremost duty of a civil servant is always try to serve people anywhere and anything.
Ex-2: ok. Now could you plz tell me the different between MDG and SDG
Me: MDG was adopted in 2000, its duration was 2001-2015. On the other hand SDG was obtained in 2015, its duration is 2016-2030. In MDG there were 8 goals and 21 targets whereas in SDG total goals are 17 and total targets are 169.
Ex-2: Could you plz tell me the 1 goal from MDG and 1 from SDG
Me: The first goal of MDG was Eradicate Extreme Poverty and Hunger and the first SDG goal is No Poverty.
Ex-2: Plz, tell me the current socio-Economy of Bangladesh.
Me: In the last fiscal year we achieved 7.28% GDP growth which is the highest in the 46 years history of Bangladesh. Now we are sufficient in food productions, now our per capita income is 2 lakh 28 thousands and 800 tk, in US dollar is 1610, around 80% people under Electricity service.
Ex-2: ok. Now you are already a BCS cadre of Education, it is noble job, could you plz tell me why u want to shift yourself from BCS Education to BCS Admin?
Me: I am out and out responsible to our nation for my growth, I would like to serve nation more an more. In BCS Admin I can serve nation vastly and extensively. Moreover, my parents always desire me to be a BCS Admin Cadre, that's why I want to shift myself in Admin cadre.
Ex-2: ok
স্যার অনেক খুশি হলে মনে হলে। এরপর চেয়ারম্যান স্যার বলতে তাহলে এবার সে আসুক। চেয়ারম্যান বললেন: এবার তুমি।
এক্সটারনাল-২ আমার মূল কাগজগুলো এগিয়ে দিয়ে বললেন, ভালো করে চেক করে দেখুন কোনো কিছু মিসিং হলো কিনা।
আমি কাগজপত্র চেক করে বললাম ঠিক আছে। স্যার বললেন ওকে তুমি আসো।
আমি সালাম দিয়ে চলে আসলাম একটি হাসি দিয়ে।
আরো কিছু প্রশ্ন ছিল এই মুহূর্তে মনে পরছে না। কিছু সাবজেক্টিভ প্রশ্ন ছিল ৭-৮টার মতো। পেরেছি।
*
** নিজের মতামত বোর্ড অনেক ফ্রেন্ডলি ছিল। অনেক ভালো ভাবে ব্যবহার করেছেন, কিছু কিছু ক্ষেত্রে হেল্প করেছেন ক্লু দিয়ে।
.
বাকিটা আল্লাহর উপর। রিজিকির মালিক মহান আল্লাহপাক রব্বুল আল্লামিন।
বর্তমানে ক্যাডার সার্ভিসে আছি তাই এক্সট্রা কোনো প্রেশার নেই। টেনশন ফ্রি ভাবে ভাইভা দিয়েছি।
_________________
লিখেছেন, গাজী মিজানুর রহমান
*৩৫তম বিসিএস ক্যাডার ও সাবেক সিনিয়র অফিসার, পূবালী ব্যাংক লিমিটেড।
©©©রাইটার: BCS Preliminary Analysis(বাংলাদেশের প্রথম সাজেশনভিত্তিক সহজ পদ্ধতির বিসিএস প্রিলির বই)

বিডিবিএস 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]