5121

চবি ৩৫তম ব্যাচের ‘কর্ণফুলী অ্যাটাক’ ১২ জানুয়ারি

চবি ৩৫তম ব্যাচের ‘কর্ণফুলী অ্যাটাক’ ১২ জানুয়ারি

2018-01-09 18:36:34

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৫তম ব্যাচের নৌবিহার অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি। চট্টগ্রাম শহরের বোট ক্লাব থেকে প্রায় ২০০ প্রাক্তন শিক্ষার্থী নিয়ে এই দিন ওয়েস্টার্ন ক্রুজ জাহাজটি ছেড়ে যাবে কুতুবদিয়া চ্যানেলের দিকে।

দিনব্যাপী এই আয়োজনের মধ্যে রয়েছে ব্যান্ড সাধক-এর পরিবেশনা, মীরাক্কেল-এর আরমানের কৌতুক, জাদু প্রদর্শনী, স্মৃতিচারণ, শাটল ট্রেনের গান, র‌্যাফেল ড্রসহ নানা ধরনের ঘরোয়া আয়োজন। থাকবে পুরস্কার বিতরণ, বই বিতরণসহ প্রাণ-আরএফএলের পক্ষ থেকে ভিগো গিফট হ্যাম্পার। এ ছাড়া থাকছে সামারা গ্রুপ ও ট্রাভেল জিটিএসের পক্ষ থেকে নানা উপহার। রয়েছে শিল্পীর সামনে বসে পোর্ট্রেট আঁকার সুযোগ। পুরো আয়োজনটির নাম দেওয়া হয়েছে ‘কর্ণফুলী অ্যাটাক’।

১২ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় শহরের বটতলা পুরাতন রেলওয়ে স্টেশন এবং চিটাগং শপিং কমপ্লেক্সের সামনে থেকে দুটো বাস রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের দিয়ে বোট ক্লাবে যাবে। সবাইকে সেখানে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এই ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ছেড়েছেন এক যুগ আগে। তবে রয়ে গেছে সেই বন্ধুতা বা টান। আর সামাজিক যোগাযোগমাধ্যম পরস্পরকে ধরে রেখেছে নিবিড় মমতায়। সেই মমতাকে আরো গাঢ় করতে কাছাকাছি, পাশাপাশি বসা, দেখা হওয়া বা কথা বলে স্মৃতি জাগরূক করতেই এই আয়োজন বলে জানানো হয়েছে ৩৫তম ব্যাচের পক্ষ থেকে।

কর্ণফুলী অ্যাটাক সম্পর্কে জানতে যোগাযোগ করতে পারেন সময় টেলিভিশনের সাংবাদিক শান্তনু চৌধুরী (০১৯৬৪৪৪৪৫৪২) বা দৈনিক প্রথম আলোর সাংবাদিক সুজয় মহাজনের (০১৭১১৩৯৫৬৪৮) সঙ্গে।

টিআই/ ০৯ জানুয়ারি ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]