5221

বাকৃবিতে দুর্বৃত্তদের হামলা, রক্ষা পায়নি প্রধানমন্ত্রীর ছবিও

বাকৃবিতে দুর্বৃত্তদের হামলা, রক্ষা পায়নি প্রধানমন্ত্রীর ছবিও

2018-01-13 16:29:02

ময়মনসিংহের বলাশপুর এবং কেওয়াটখালীর স্থানীয় দুটি গ্রুপের সংঘর্ষের জের ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রধান ফটকের নিরাপত্তা চৌকি এবং ফটক সংলগ্ন কাকলী সংঘের কার্যালয়ে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় একশত লোকের গ্রুপ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় ভাংচুর করতে থাকে। এসময় কয়েকটি ইজিবাইক, মোটর সাইকেল ও দোকানে ভাংচুর করা হয়। এরপর তারা তালা ভেঙ্গে কাকলী সংঘের কার্যালয়ে প্রবেশ করে। এসময় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ভাংচুর করে। এসময় তাদের হাত থেকে রক্ষা পায়নি দেয়ালে লাগানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও। তবে ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরে কোতয়ালী থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা থেকে অজ্ঞাত নামে একটি মামলা করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ প্রক্টর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা ফিরে যায়।

রক্ষা পায়নি প্রধানমন্ত্রীর ছবিও



এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন বলেন, এ বিষয়ে কোতয়ালী থানায় একটি মামলা করা হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসককে অবহিত করেছি।

ময়মনসিংহের কোতয়ালী থানার ওসি মো. মাহমুদুল ইসলাম বলেন, আমরা আসাদ ও নয়ন নামে দুইজনকে ঘটনায় জড়িত থাকা সন্দেহে আটক করেছি। ঘটনায় জড়িত সকলকে আটক করার প্রচেষ্টা চলছে।

এইচজে/ ১৩ জানুয়ারি ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]