৭ কলেজ শিক্ষার্থীদের পরীক্ষার ভুলেভরা খাতার ছবি ভাইরাল
2018-01-15 05:11:42
খাতাটি ৭ কলেজের একটি কলেজের ইতিহাস বিভাগের ইয়ার ফাইনাল পরীক্ষার। যেখানে প্রশ্নে চাওয়া হয়েছিল-- ৬ দফা লিখ।
এর উত্তরে শিক্ষার্থীরা যা লিখেছে তা রীতিমত হাস্যকর। ঢাবি শিক্ষার্থীরা বলছেন, এরকম লিখে তারা আবার ঢাবি শিক্ষার্থী কিভাবে দাবি করে।
খাতার ছবিটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।
ইংরেজি বিভাগের শিক্ষকরা ঢাবি ভিসির কাছে গিয়াছিলেন যে, তারা সাত কলেজের খাতা দেখতে পারবেন না।শিক্ষকদের অভিযোগ পরপর তিনটি শব্দ শুদ্ধ ভাবে লেখা এমন কোন খাতা তারা পান নি।উ্ল্লেখ্য সাত কলেজের খাতার একটি অংশ ঢাবি শিক্ষকরাও দেখে থাকেন।
ইতিহাস বিভাগের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলছিলেন, ৭২ টি খাতা দেখেছেন তার মধ্য ৬২ জন ফেল করেছে।উনি কিছু খাতার উদাহরণ দিচ্ছিলেন।যেমন একজন ছ্য়দফা লিখেছে তার প্রথম দফা ১.নারী ও শিশুদের আক্রমন করা যাবে না ২.পেছন থেকে যুদ্ধ করা যাবে না ৩.৯ মাসের মধ্যে যুদ্ধ শেষ করতে হবে।কেউ ছয়টি দফা ঠিকমত লিখতে পারে নি।বাংলা নামের উৎপক্তি সম্পর্কে লিখেছে এটি ল্যাটিন ও গ্রিক ভাষা থেকে এসেছে।বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য লিখতে গিয়ে লিখেছে এখানে অনেক ফ্লাইওভার আছে।যুদ্ধ পরবর্তি দেশ পুর্নগঠন প্রশ্নে লিখেছে বঙ্গবন্ধু নিহতদের খাল খনন করে গেড়ে দেন। মিনিমাম স্টান্ডার্ড এর খাতা নেই, সর্বোচ্চ নাম্বার ৫৪। ম্যামের আফসোস যে খাতার উপর ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা আর খাতার ভিতরে কি!
বিডিবিএস