5365

চট্টগ্রামে স্কুলছাত্র আদনান হত্যার অভিযোগে গ্রেপ্তার ৫

চট্টগ্রামে স্কুলছাত্র আদনান হত্যার অভিযোগে গ্রেপ্তার ৫

2018-01-18 19:47:43

চট্টগ্রামে স্কুলছাত্র আদনান ইসফার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানান, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর থেকে চট্টগ্রাম নগরী ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার পাঁচজনের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরা হলেন- মঈন, সাব্বির, আরমান ও সাঈদ। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনান ইসফারকে গত মঙ্গলবার নগরীর জামালখান এলাকায় প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করে একদল যুবক।

আদনান ইসফার এলজিইডি খাগড়াছড়ির প্রকৌশলী আদনান আখতারুল আজমের ছেলে। ঘটনাস্থলের কাছে চট্টগ্রাম প্রেস ক্লাবের পেছনেই তাদের বাসা।

এইচজে/ ১৮ জানুয়ারি ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]