5798

এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ

এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ

2018-01-31 21:51:23

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) থেকে। পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া কারও প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিতের প্রয়োজনে ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই ঘোষণা দিয়েছেন।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আদেশ আগামী ১ ফেব্রুয়ারি হতে পরীক্ষা চলাকালে বলবৎ থাকবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে সারাদেশে ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। খবর বাসস।

এইচজে/ ৩১ জানুয়ারি ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:campustimes77@gmail.com