6145

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা

2018-02-12 23:47:13

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পড়ালেখার জন্য নয়, শিক্ষার্থীর শারীরিক সুস্থতা ও মানসিক পরিপূর্ণতার জন্য পড়াশুনার পাশাপাশি খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এরপর তিনি উপস্থিত খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, প্রক্টর প্রফেসর ড. মোঃ জাহিদুল কবীর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মোঃ জিয়া উদ্দিন মন্ডল প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে ১৯টি বিভাগের অংশগ্রহণে আজ (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে খেলা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী দিনে দু’টি খেলা রয়েছে, প্রথম খেলায় মুখোমুখি হয়েছে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ। দিনের অপর খেলায় বেলা ২টায় মুখোমুখি হবে ফোকলোর বিভাগ ও স্থানীয় সরকার নগর উন্নয়ন বিভাগ।

এইচজে/ ১২ ফেব্রুয়ারি ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]