6203

বাকৃবিসাসের নবীণ সাংবাদিক অন্বেষণ শুরু

বাকৃবিসাসের নবীণ সাংবাদিক অন্বেষণ শুরু

2018-02-15 00:45:57

সততা, সাহসিকতা ও সৃজনশীলতার মূলমন্ত্র নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ‘নবীণ সাংবাদিক অন্বেষণ ২০১৮’ শুরু হয়েছে। এ লক্ষ্যে বাকৃবি সাংবাদিক সমিতি বুধবার (১৪ ফেব্রুয়ারি) ‘চলে এসো সাংবাদিকতায়’ শীর্ষক এক বিজ্ঞপ্তি এ তথ্য প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নবীন (লেভেল-১) এবং লেভেল-২ এর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর সাড়ে ১২ টা হতে দুপুর ২ টা এবং বিকেল সাড়ে ৪ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফরম গ্রহণ ও জমাদান করতে পারবেন শিক্ষার্থীরা।

ফরম প্রাপ্তি স্থান বাকৃবি সাংবাদিক সমিতি কার্যালয় (কক্ষ নং- ৪, টিএসসি নিচতলা)। এছাড়াও যেকোনো প্রয়োজনে ০১৭৪৪১৫৫৮৭৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা করে তাদের অনুসন্ধিৎসু মনকে আরও বিকশিত করতে পারবেন। তথ্য ও জ্ঞানে সমৃদ্ধ হয়ে একসাথে কলম ধরার প্রত্যয়ে শিক্ষার্থীরাই পারেন আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে।

টিআই/ ১৪ ফেব্রুয়ারি ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]