6444

প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‌্যালি

প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‌্যালি

2018-02-23 00:47:04

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) অষ্টম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে আজ সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ইমামুল হক জাতীয় পতাকা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মাহাবুব হাসান বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।পরে ভিসির নেতৃত্বে ক্যাম্পাস থেকে একটি আনন্দ র‌্যালি ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে এসে শেষ হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বেলা ৩ টায় নবাগত শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম ইমামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অরিয়েন্টেশনে অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান, ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক এবং ডিজিএফআই’র পরিচালক কর্নেল শরীফুল আলম।

এছাড়াও বিকাল ৫ টায় শিক্ষার্থীদের অংশগ্রহনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য,২০১১ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের কর্ণকাঠিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এবং একাডেমিক কার্যক্রমের শুরু ২০১২ সালের ২৪ জানুয়ারি বরিশালের জিলা স্কুল ক্যাম্পাসের কলেজ ভবনে।বর্তমানে ছয়টি অনুষদের অধীন আছে ২২টি বিভাগ। এসব বিভাগে পড়াশোনা করছে প্রায় ছয় হাজার শিক্ষার্থী।

এমএন/ ২২ ফেব্রুয়ারি ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]