6470

বইমেলায় আলচিত ‘এরদোয়ান: দ্য চেঞ্জ মেকার’ বই

বইমেলায় আলচিত ‘এরদোয়ান: দ্য চেঞ্জ মেকার’ বই

2018-02-24 05:41:37

রিসেপ তায়িপ এরদোয়ান বর্তমান বিশ্বের আলোচিত এক নাম। যিনি তুরস্কের প্রেসিডেন্ট ও সমসাময়িক বিশ্বে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব।

এরদোয়ানের জীবনী নিয়ে বাংলা ভাষায় প্রথমবারের মতো বই প্রকাশিত হয়েছে। ‘এরদোয়ান: দ্য চেঞ্জ মেকার’ বইটির লেখক হাফিজুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগ থেকে অনার্স শেষ করে বর্তমানে তিনি তুরস্কের গাজি ইউনির্ভাসিটিতে পিএইচডিতে করছেন । বইটি প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশন্স।

বইটিতে তুরস্কের সফল প্রেসিডেন্টের ছেলেবেলা থেকে শুরু করে প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত নানা জীবন সংগ্রামের কাহিনী উঠে এসেছে। একই সঙ্গে যে তুরস্ককে ইউরোপের রুগ্ন দেশ হিসেবে পরিচয় দেওয়া হতো সেই তুরস্ককে কিভাবে উন্নত ও আধুনিক তুরস্কে রূপান্তরিত করা হয়েছে সেই বিষয়গুলোও তুলে ধরা হয়েছে।

বইটি একুশে বইমেলার সূচিপত্রের (৩৫০ নম্বর) স্টলে পাওয়া যাবে। অনলাইন পরিবেশক কোম্পানি রকমারি ডটকম থেকেও কিনতে পারবেন গ্রাহকরা।

বিডিবিএস 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]