6512

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাকৃবিতে মানববন্ধন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাকৃবিতে মানববন্ধন

2018-02-25 20:19:50

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়নতের সামনে আয়োজিত ওই মানববন্ধনে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্যের শুরুতে আন্দোলনকারী শিক্ষার্থীরা (২৫ শে ফেব্রুয়ারিতে) পিলখানায় যেসকল সেনাসদস্যকে হত্যা করা হয়েছিল তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন।

এরপর মানবন্ধনে কামরুল হাসান কামুর সঞ্চালনায় আশরাফুল আলম তার বক্তব্যে বলেন, ‘কোটা সংস্কার চাই’ আন্দোলন কোনো সুনির্দিষ্ট কোটা বন্ধের আন্দোলন নয়। তরুণ সমাজের দাবির প্রেক্ষিতে শতকরা ৫৬ ভাগ কোটা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। মুক্তিযোদ্ধাদের অবমাননা নয় বরং দেশের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা কোটা সংস্কারের দাবি জানাচ্ছি। আর এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করছি। শাহবাগে কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচী পালিত হচ্ছে তার সাথে একাত্মতা পোষণ করেই আমরা বাকৃবিতে কর্মসূচী পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর বাংলায়- বৈষ্যমের ঠাঁই নাই, মুক্তিযোদ্ধা কোটা কিংবা নারী কোটা এগুলো বিষয় নয়, প্রধান দাবি একটাই কোটা সংস্কার করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক বিষয় নয়। বেকারদের প্রতি, দেশের জনগণের প্রতি সুফলতা বয়ে আনার লক্ষ্যেই আমাদের কোটা সংস্কার আন্দোলন অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন আমিনুর রহমান অমিত, আজিহাত হিয়া, সুমাইয়া সাদিয়া, নাজমুস সায়াদাত, বরকতুল্লাহ, পবিত্র রায়, আল আমিন তান, এম আই রানা, মেহেদী হাসান রাতুল, শাদিক ইসলাম প্রমুখ।

এসএম/ ২৫ ফেব্রুয়ারি ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]