6645

রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

2018-03-02 00:16:19

‘বৈশ্বিক শান্তি সম্প্রসারণে অমানবিকতা প্রতিহতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। চারদিন ব্যাপী এ সম্মেলনের আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন।

বৃহস্পতিবার (০১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সম্মেলনটির উদ্বোধন করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার অধ্যাপক সাইদুর রহমান খান।

সংগঠনটির প্রাক্তন সভাপতি এমাদ উদ্দিনের সভাপতিত্বে বক্তারা বলেন, সারা বিশ্বে গণহত্যার আগ্রাসন চলছে। মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়াসহ বিভিন্ন দেশে গণহত্যার কোন সমাধান হচ্ছে না। কারণ জাতিসংঘে ভেটো প্রদানকারী রাষ্ট্র ভেটো দিয়ে এসব সমস্যা আরো দীর্ঘস্থায়ী করছে। কাজেই তোমাদের এখনই সময় দায়িত্বশীল কূটনীতিক হিসেবে গড়ে উঠা। এর মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান দখল করতে হবে। এবং দেশকে উন্নত কূটনৈতিক গোষ্ঠী উপহার দিতে হবে।

এসময় বিশেষ অতিথি সহকারী সচিব আরিফ আহম্মেদ, রাবি ফিন্যান্স বিভাগের সভাপতি ড. রুস্তম আলী আহম্মেদ, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে ভারত ও নেপালসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ নিয়ে মোট ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষাথী অংশ নেন।

এছাড়া, অংশগ্রহণকারীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বিশ্ব বাণিজ্য সংস্থা, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন, জাতিসংঘ পরিবেশ কর্মসূচী, রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ে ছয়টি কমিটি নির্ধারণ করা হয়।

আরআর/ ০১ মার্চ ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]