6744

হাটহাজারী মাদ্রাসায় পোড়ানো হলো ৫ শতাধিক মোবাইল সেট

হাটহাজারী মাদ্রাসায় পোড়ানো হলো ৫ শতাধিক মোবাইল সেট

2018-03-06 05:37:39

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী পরিচালিত হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল সেট জব্দ করে তা ধ্বংস করেছে কর্তৃপক্ষ।

রোববার রাতে দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার (হাটহাজারী মাদ্রাসা নামে পরিচিত) আবাসিক ছাত্রদের কাছ থেকে চারশ’র বেশি স্মার্টফোন জব্দ করা হয় বলে শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে।

মাদ্রাসার আবাসিক তত্ত্বাবধায়ক মুফতি জসিম উদ্দিন সোমবার বলেন, “মাদ্রাসার আবাসিক ছাত্রদের মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ।

‘‘বিশেষ করে যেসব মোবাইলে গান-বাদ্য বাজনা শোনা ও দেখা যায় সে ধরনের মোবাইল ব্যবহার নিষিদ্ধ। যারা এসব মোবাইল ফোন ব্যবহার করছে তাদের কাছ থেকে জব্দ করা হয়ে থাকে।”

রোববারের ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, “প্রতি বছরই ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়।”

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, রোববার রাতে দুই বস্তার মতো মোবাইল ফোন সেট জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

বিদিবিএস 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]