6765

এরদোগানের হাতে তুলে দেয়া হলো বাংলায় লেখা 'এরদোয়ান: দ্যা চেঞ্জ মেকার'

এরদোগানের হাতে তুলে দেয়া হলো বাংলায় লেখা 'এরদোয়ান: দ্যা চেঞ্জ মেকার'

2018-03-07 05:49:49

সমকালীন সময়ে পৃথিবীর অন্যতম আলোচিত ব্যক্তিত্ব তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে নিয়ে রচিত হয়েছে বাংলা ভাষায় প্রথম বই ‘এরদোয়ান দ্যা চেঞ্জ মেকার’। এর লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং তুরস্কের গাজী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যায়নরত হাফিজুর রহমান। বইটি তিনি তার্কিশ পার্লামেন্ট ভবনে এরদোগানের সাথে সৌজন্য সাক্ষাতে তার হাতে তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালী ইলদিরিম, স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্য এবং সংসদ সদস্যবৃন্দ।

গার্ডিয়ান পাবলিকেশন-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বইটিপ্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশন্স। বইটিতে এরদোগানের শৈশব থেকে প্রেসিডেন্ট হবার এই দীর্ঘ পথ ও পরিক্রমার বর্ণনা স্থান পেয়েছে। সেইসঙ্গে সম্প্রতি তুরস্কে ঘটে যাওয়া সেনাবাহিনীর ব্যর্থ ক্যু নিয়েও বিস্তারিত ঘটনা তুলে ধরা হয়েছে।

Caption

১৬ ফেব্রুয়ারি বইটি মেলায় আসলেও সপ্তাহখানেকের মধ্যেই ছাপানো সব বই শেষ হয়ে যায়। গার্ডিয়ান পাবলিকেশনের প্রকাশক নূর মোহাম্মদ আবু তাহের এই বই সম্পর্কে বলেন, এবারের মেলায় আমাদের ৬টি বইয়ের মধ্যে এটিই সর্বোচ্চ বিক্রিত বই। টানা ১৩ বছর একটানা ক্ষমতায় থাকা তুরস্কের প্রেসিডেন্টকে নিয়ে লেখা বইটি আমাদের দেশের রাজনীতিবিদ ও জনগণের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। 

লেখক হাফিজুর রহমান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন। 

Caption

বিডিবিএস 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]