6862

জাককানইবি শিক্ষক ও শিক্ষার্থী পেলেন ‘মাসাউস’ সম্মাননা

জাককানইবি শিক্ষক ও শিক্ষার্থী পেলেন ‘মাসাউস’ সম্মাননা

2018-03-12 14:13:11

আদিবাসি বিষয়ক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক গবেষণামূলক কাজের জন্য মাসাউস ও মাহালে ল্যাংগুয়েজ ডেভেলপমেন্ট কমিটি রাজশাহী’র আয়োজনে মাহালে মাতৃভাষা দিবস ও আদিবাসি যুব ভিশনিং কনফারেন্সে সম্প্রতি বাংলাদেশ ও ভারতের গবেষকদের সম্মাননা প্রদান করা হয়।

এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আল জাবির এবং একই বিভাগের প্রাক্তন ছাত্র তরু শাহরিয়ার স্বর্গ (বর্তমানে জাতিসংঘের সংস্থা ইউ এন জে এস ই’র কর্মকর্তা প্রকল্প পরিচালক) গবেষনার জন্য এ সম্মাননায় ভূষিত হন।

রাজশাহীর কারিতাস মিলনায়তনে সম্প্রতি এ সম্মাননা প্রদান করা হয়। ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কালাচাঁদ মাহালে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর সহকারী অধ্যাপক ড. হাবিবুর রহমান, ইউএনজেএসই’র সিইও ও নাট্য শিল্পী তুষার রায় কেও এ অনুষ্ঠানে সম্মাননা তুলে দেন মাসাউসের নির্বাহী পরিচালক যাকারিয়াস ডুমরি।

এ ব্যাপারে তরু শাহরিয়ার স্বর্গ বলেন, ধন্যবাদ মাসাউস ও মাহালে ল্যাংগুয়েজ ডেভেলপমেন্ট কমিটি(এম.এল.ডি.সি) কে এ সম্মাননার জন্য আমাদের কে মনোনীত করায়। সকল শিক্ষা গুরুর চরনে এ সম্মননা উৎসর্গ করলাম। সকলের আশির্বাদ চাই।

উক্ত অনুষ্ঠানে মাহালে গোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবশেনার মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।

এসজে/ ১২ মার্চ ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]