7162

রাবিতে দলীয় কর্মীকে ৩ ছাত্রলীগ নেতার মারধর

রাবিতে দলীয় কর্মীকে ৩ ছাত্রলীগ নেতার মারধর

2018-03-30 17:23:20

পূর্ব শত্রুতার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে দলের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সোহেল খান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও রাবি শাখার সদস্য সাকিবুল হাসান বাকির অনুসারী।

অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ সজিব, সাংগঠনিক সম্পাদক ইমরান খান নাহিদ ও হাসান লাবন। তারা রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী।

সোহেল বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিলাম। এ সময় লাবন, নাহিদ ও সজীব এসে হঠাৎ আমাকে মারতে শুরু করে। পরে আমার বন্ধুরা আমাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়।’

তবে মারধরের বিষয়টি অস্বীকার করেন সজিব ও লাবন। তারা বলেন, ‘আমরা কাউকে মারধর করিনি। আমাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছিল।’ এদিকে মারধরের সময় নাহিদ ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন।

পূর্ব শত্রুতা আর রাজনৈতিক প্রভাব দেখিয়েই মারধরের এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন সাকিবুল হাসান বাকি। তিনি বলেন, প্রতিহিংসামূলক ভাবেই তারা আমার ছোট ভাইকে মারধর করেছে।

জানতে চাইলে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার ঘটনা ঘটেছিল। তবে মারধরের ঘটনা ঘটেনি। অভিযোগকারীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন অপপ্রচার করছে।

এসএম/ ৩০ মার্চ ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]