7185

রুয়েটে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ কর্মী কারাগারে

রুয়েটে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ কর্মী কারাগারে

2018-03-31 17:33:27

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা মামলায় সংগঠনটির এক কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৩০ মার্চ) তাকে রাজশাহীর মতিহার থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওই শিক্ষার্থীর নাম তানভির আহমেদ তুষার। তিনি ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুল ইসলাম বলেন, রুয়েট ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৪৪ শিক্ষার্থীকে আসামি করে গত ১০ মার্চ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আতাউর রহমান আবাসিক হলে ভাংচুর, ছিনতাই মারপিট ও বিস্ফোরক আইনে থানায় মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি তুষারকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৪ মার্চ একই মামলায় পুরকৌশল বিভাগের শিক্ষার্থী রুবায়েত ইফতেখার ইসলামকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জামিনে আছেন।

গত ৮ মার্চ রুয়েটের আব্দুল হামিদ হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় হলে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে অন্তত দশজন শিক্ষার্থী আহত হন।

এমএন/ ৩১ মার্চ ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]